Saturday, February 10, 2024

'শুক্রাণু' বেদনশীলতার জ্ঞাতা



#

'শুক্রাণু' বেদনশীলতার জ্ঞাতা

#

শাস্ত্রে 

একটা কথা আছে

'বিন্দুজ' !

শাস্ত্রে

শাস্ত্রার্থে

পুরুষ মানুষের

বীর্যকে বলে

'বিন্দু' !

বিন্দু অর্থে

'ফোঁটা'।

যেমন 'বীর্যবিন্দু'।

বীর্যবিন্দু সূক্ষ্ম ফোঁটা।

আমাদের বিন্দুজ থেকে জন্ম বলে

আমরা নিজেরাও 'বিন্দুজ'!

#

'বিন্দু' বীজবিশেষ।

উপযুক্ত জায়গায়

উপযুক্ত সময়ে

উপযুক্ত আবেগের 'বিন্দুপাতে'

সন্তানের জন্ম।

বীর্যবিন্দুর একটি শুক্রাণু যেহেতু

নারীর 'ডিম্বাণু'র বাইরের প্রাকারকে 

ভেদ করে

ডিম্বাণুর ভেতরে প্রবিষ্ট হয়ে

ডিম্বাণুর 'নিষেক' কার্যটি সম্পন্ন করে

তাই 'বিন্দু' বেদনশীল !

ঐ বেদনশীল আঙ্গিকে থাকা

'শুক্রাণু'

বেদনশীলতার জ্ঞাতা !

#


#

No comments:

Post a Comment