বেড়াল
বাসা বাঁধতে
পারে না।
ওরা এমনি
শুয়ে থাকে।
বাচ্চা দেবার সময়
নিরিবিলি
লুকোনো জায়গা
খোঁজে।
বেড়াল-মা
বাচ্চাগুলোকে
বুকের দুধ
খাওয়ায়।
চোখ না ফোটা
বাচ্চাগুলোর
চোখ ফোটে।
মিউ মিউ করে ডাকে।
লুকানো জায়গা থেকে
পায়ে পায়ে
বেরিয়ে আসে।
বেড়াল-মা
গুনতে জানে না।
একটা বাচ্চা
হারিয়ে গেলে
বুঝতে পারে না।
বাসা বাঁধতে
পারে না।
ওরা এমনি
শুয়ে থাকে।
বাচ্চা দেবার সময়
নিরিবিলি
লুকোনো জায়গা
খোঁজে।
বেড়াল-মা
বাচ্চাগুলোকে
বুকের দুধ
খাওয়ায়।
চোখ না ফোটা
বাচ্চাগুলোর
চোখ ফোটে।
মিউ মিউ করে ডাকে।
লুকানো জায়গা থেকে
পায়ে পায়ে
বেরিয়ে আসে।
বেড়াল-মা
গুনতে জানে না।
একটা বাচ্চা
হারিয়ে গেলে
বুঝতে পারে না।
No comments:
Post a Comment