Sunday, September 4, 2016

পরাজিত

তোমাকে পাটাতনে শুইয়ে রেখে
আমি নীল মহাকাশ থেকে
উল্কা বেগে উল্লম্ফনে ধেয়ে নেমে আসি ।
কাল বৈশাখির ঝড়ে ডালপালা ভেঙে
তছনছ হয়ে যায় ।
বাবুই পাখির বাসা গড়িয়ে পড়ে মাটিতে ।
ঝেঁপে বৃষ্টি আসে ।
শীত ধরে যায়
গায়ে কাঁটা ওঠে ।
তোমার দু বাহুর শক্ত বাঁধনের শক্তি
অ্যানাকোন্ডার মত
আমায়  নিষ্পেষিত  নিঃশেষিত করে ।
ঢেঁকির শরীরের মত তোমার শরীর
পাড় খেয়ে ওঠানামা নামাওঠা করে ।
আমি দীনভাবে পর্যুদস্ত হই ।
পরাজিত পুলকে
পরাজিত হয়ে বাঁচি ।

No comments:

Post a Comment