বই খাতা ছড়াছড়ি
মন নেই পড়াতে
ঘুম-বুড়ি এসে ডাকে
বিছানায় গড়াতে !
মা-মণি বাবা-মণি
কেউ আর ভালো নয়
তোমরাই বলতো
লেখাপড়ায় কি যে হয় ?
রাত জেগে পড়ে কেউ
ভূতেরা তো আসবে
দূর থেকে উঁকি দিয়ে
হিঁহিঁ হিঁহিঁ হাসবে !
ভয় মোর করে নাকো
ভূতেদের দেখতে ?
আরো ভয় করে যদি
ভুল হয় লিখতে !
মন নেই পড়াতে
ঘুম-বুড়ি এসে ডাকে
বিছানায় গড়াতে !
মা-মণি বাবা-মণি
কেউ আর ভালো নয়
তোমরাই বলতো
লেখাপড়ায় কি যে হয় ?
রাত জেগে পড়ে কেউ
ভূতেরা তো আসবে
দূর থেকে উঁকি দিয়ে
হিঁহিঁ হিঁহিঁ হাসবে !
ভয় মোর করে নাকো
ভূতেদের দেখতে ?
আরো ভয় করে যদি
ভুল হয় লিখতে !
No comments:
Post a Comment