ঝম ঝমাঝম ঝর ঝরাঝর পড়ছে জোরে বৃষ্টি
স্কুল থেকে ফেরার পথে ঝাপসা হল দৃষ্টি!
আজকের এই বাদলা দিনে ভিজছে গরু ভিজছে বক
মনের সুখে ভিজবো নাকো? একটু শুধু ভেজার সখ!
বাঁ পাশটাতে তাকিয়ে দেখি ভিজছে কেমন মাঠগুলো
কুকুরগুলোও চুপ করে নেই ভিজছে বসে ম্যাও-হুলো!
বই খাতা সব জামার নিচে ভিজবেনাকো জলের ছাঁটে
আজকে তো বেশ ভিজে ভিজে খুশি মনে সময় কাটে!
দেখ দেখ কচুর পাতায় গড়িয়ে পড়ে বরফ বুঝি!
আমার সাথে ভিজছে কেমন পথের পাশের পাথরকুচি!
এই মরেছে ভিজে গেছি জামা-প্যান্ট স্যাঁতসেঁতে
রাস্তাগুলোও এমন কেন? কাদায় ভরা প্যাচপেচে!
তুমিই বলো ড্রামের জলে স্নান করে কি মন ভরে?
দেখ দেখ থেকে থেকে বিদ্যুতেরাও ভিজছে বেশ!
আমার খুবই লাগছে ভালো হয় না যেন বৃষ্টি শেষ!
ও মা! দেখি ছাতা মাথায় আসছে কে ও ছোটকা নাকি
সঙ্গে ছাতা মাথায় ছাতা বৃষ্টিকে কি দিচ্ছে ফাঁকি?
বুঝবে নাকো ছোটকা আমার বড় হলেই বুদ্ধি যায়
পরকে ফাঁকি দিতে গেলে নিজের ফাঁকিই আগে হয়!
ছোটকা-টা বুদ্ধু ভীষণ! বলছি তোমায় বলতে নেই
ছাতা মাথায় বাইরে কেন? বৃষ্টি ভেজায় আনন্দ নেই!
ও মা! দেখি ছোটকা আবার এসেছে যে আমার খোঁজে
জান নাকি! বড়রা সব ছোটর মনের ইচ্ছা বোঝে!
ভিজছি দেখে ছোটকা আমায় ধমক দিল এইস্যা জোরে
ছাতা মাথায় দিইয়ে আমায় আনলো বাড়ি সঙ্গে করে!
সেই অবধি বাড়ির সবার বকাঝকার বিরাম নেই
রাত্রি হবার অনেক আগেই বিছানা নিলাম সন্ধ্যাতেই
আসতো না জ্বর বুঝলে কিনা জ্বর আনতে হল অনিচ্ছাতে
জ্বর আসেনি বৃষ্টি ভেজায় জ্বর এসেছে বকার চোটে!!
স্কুল থেকে ফেরার পথে ঝাপসা হল দৃষ্টি!
আজকের এই বাদলা দিনে ভিজছে গরু ভিজছে বক
মনের সুখে ভিজবো নাকো? একটু শুধু ভেজার সখ!
বাঁ পাশটাতে তাকিয়ে দেখি ভিজছে কেমন মাঠগুলো
কুকুরগুলোও চুপ করে নেই ভিজছে বসে ম্যাও-হুলো!
বই খাতা সব জামার নিচে ভিজবেনাকো জলের ছাঁটে
আজকে তো বেশ ভিজে ভিজে খুশি মনে সময় কাটে!
দেখ দেখ কচুর পাতায় গড়িয়ে পড়ে বরফ বুঝি!
আমার সাথে ভিজছে কেমন পথের পাশের পাথরকুচি!
এই মরেছে ভিজে গেছি জামা-প্যান্ট স্যাঁতসেঁতে
রাস্তাগুলোও এমন কেন? কাদায় ভরা প্যাচপেচে!
তুমিই বলো ড্রামের জলে স্নান করে কি মন ভরে?
দেখ দেখ থেকে থেকে বিদ্যুতেরাও ভিজছে বেশ!
আমার খুবই লাগছে ভালো হয় না যেন বৃষ্টি শেষ!
ও মা! দেখি ছাতা মাথায় আসছে কে ও ছোটকা নাকি
সঙ্গে ছাতা মাথায় ছাতা বৃষ্টিকে কি দিচ্ছে ফাঁকি?
বুঝবে নাকো ছোটকা আমার বড় হলেই বুদ্ধি যায়
পরকে ফাঁকি দিতে গেলে নিজের ফাঁকিই আগে হয়!
ছোটকা-টা বুদ্ধু ভীষণ! বলছি তোমায় বলতে নেই
ছাতা মাথায় বাইরে কেন? বৃষ্টি ভেজায় আনন্দ নেই!
ও মা! দেখি ছোটকা আবার এসেছে যে আমার খোঁজে
জান নাকি! বড়রা সব ছোটর মনের ইচ্ছা বোঝে!
ভিজছি দেখে ছোটকা আমায় ধমক দিল এইস্যা জোরে
ছাতা মাথায় দিইয়ে আমায় আনলো বাড়ি সঙ্গে করে!
সেই অবধি বাড়ির সবার বকাঝকার বিরাম নেই
রাত্রি হবার অনেক আগেই বিছানা নিলাম সন্ধ্যাতেই
আসতো না জ্বর বুঝলে কিনা জ্বর আনতে হল অনিচ্ছাতে
জ্বর আসেনি বৃষ্টি ভেজায় জ্বর এসেছে বকার চোটে!!
No comments:
Post a Comment