মাঝে মাঝে ভাবি
আমার কি এমন
যোগ্যতা আছে
যোজ্যতা আছে
যাতে তুমি আমাকে
ভালোবেসে ফেললে
সে কি ভরণপোষণ
নিশ্চিত ঘরসংসার করার স্বপ্ন
তোমার দায়বদ্ধতার অভাব
তোমার কি তবে
আমার ওপর অর্থনৈতিকভাবে
পুরোপুরি নির্ভরশীলতা ।
তুমি ভাতকাপড়ের বৌ
যাকে বৌভাতের রাতে
বৌ হিসাবে পেয়ে গেছি
পুত্রপুত্রীর আগমনের জন্য ।
আমার কি এমন
যোগ্যতা আছে
যোজ্যতা আছে
যাতে তুমি আমাকে
ভালোবেসে ফেললে
সে কি ভরণপোষণ
নিশ্চিত ঘরসংসার করার স্বপ্ন
তোমার দায়বদ্ধতার অভাব
তোমার কি তবে
আমার ওপর অর্থনৈতিকভাবে
পুরোপুরি নির্ভরশীলতা ।
তুমি ভাতকাপড়ের বৌ
যাকে বৌভাতের রাতে
বৌ হিসাবে পেয়ে গেছি
পুত্রপুত্রীর আগমনের জন্য ।
No comments:
Post a Comment