মেয়ে মানুষের স্বাধীনতা
#
মেয়ে মানুষের স্বাধীনতা
#
ট্যাংরা
#
#
#
প্রণব কুমার কুণ্ডু#
ট্যাংরায়
বীর্যবাহক বীচিওয়ালা
তিনজনই বেঁচে গেল !
#
ট্যাংরায়
ডিম্বাণুবাহক তিনজনই
খুন হয়ে মরে গেল !
#
ট্যাংরায়
বংশবাহক তিনজনই
অগত্যা বেঁচে রইল !
##
আমি নিজ বাসে পরবাসী !
#
প্রণব কুমার কুণ্ডু
#
আমি
নিজ বাসে
পরবাসী !
#
প্রবাসী !
#
তোমাদের ঐ কথা বলে
এখন তবে আমি আসি !
##
জাতির পিতা হওয়ার কারণে মোহনদাসের পক্ষে ব্রহ্মচর্য রাখা সুকঠিনই ছিল !
#
প্রণব কুমার কুণ্ডু
#
ব্রহ্মচর্য কেবল
কস্তুরবা গান্ধির
ছিল !
ব্রহ্মচর্য কদাচিৎ
মোহনদাসের ছিল !
মোহনদাস তো
ভণ্ড ছিল !
##
জাতির পিতা
হওয়ার
কারণে
মোহনদাসের পক্ষে
ব্রহ্মচর্য রাখা
সুকঠিনই
ছিল !
##
ব্রহ্মচর্য কেবল কস্তুরবা গান্ধির ছিল !
#
প্রণব কুমার কুণ্ডু
#
ব্রহ্মচর্য কেবল
কস্তুরবা গান্ধির
ছিল !
ব্রহ্মচর্য কদাচিৎ
মোহনদাসের ছিল !
মোহনদাস তো
ভণ্ড ছিল !
##
প্রথম মানুষের জন্ম পূর্বতন আফ্রিকায় ?
#
প্রণব কুমার কুণ্ডু
#
প্রথম মানুষের জন্ম
পূর্বতন
আফ্রিকায় !
#
In the name
of
Homo erectus !
#
চলে এলো
পূর্বতন
ভারতবর্ষে !
#
যখন তারা
ফিরে এলো
ফের আফ্রিকায়
#
পরিবর্তনে পরিবর্তনে
তারাই হয়ে গেল
Homo sapiens sapiens !
##
অসুর কারা ?
#
প্রণব কুমার কুণ্ডু
#
অসুর কারা ?
#
অসুর তারা
যারা প্রবৃ্ত্তির
নিবৃত্তি জানে না !
#
যাদের বাইরের
এবং অভ্যন্তরের
শুচি নেই !
#
সেই নেই শুচির
শুদ্ধি করার
চেষ্টাও নেই !
#
অসুরের
সদাচার
নেই !
#
অসুর প্রয়োজনে
মিথ্যা ভাষণে
অভ্যস্ত !
#
অসুর
দেবশত্রু
মহাবল জাতি !
#
অসুর
আসুরিক কর্মে
খাঁটি !
#
স্ত্রীঅসুর
অসুরী !
তারাও সুন্দরী !
#
বিয়ে হলে
অসুরের বাড়িই
তার বাড়ি !
#
অসুর
সুরবিরোধী
দৈত্য দানব !
#
ময়দানবও
অসুর
তবে সাত্ত্বিক অসুর !
#
মানব অসুরেরা কিন্তু
মানুষের চেয়েও
অপকৃষ্ট !
#
ঈশ্বরে ভক্তি ( দুই )
#
প্রণব কুমার কুণ্ডু
#
ঈশ্বরে ভক্তি
করো
তার সাথে
নিজের
শারীরিক
মানসিক
এবং চিন্তা শক্তিকেও
করো জড়ো !
#
না পারলে
তা না করতে পারলে
সমষ্টি শক্তির বিহনে
জীবনের
সকল যুদ্ধে
কেবল
হারো !
কেবল হারো !
##
'ডানা'
#
#
ডানায় ভর দিয়ে
সঙ্গে ঘূর্ণিঝড় নিয়ে
তিরবেগে ধেয়ে এলো
'ডানা'।
#
আমাকে শুধালো
'মুঝে পহেশিনা ?'
শিরশির করে উঠলো
আমার শিরদাঁড়া !
##