ধর্ষণ ৪
#
শুধুই ধর্ষণ !
তাও না হয় মেনে নেওয়া যায় !
#
কিন্তু পেট ফুলে যদি
সন্তানের জন্মরূপ দেখা দেয় !
#
তাহলে তো
ধর্ষিতাকে বেদম ভোগায় !
##
ধর্ষণ ৪
#
শুধুই ধর্ষণ !
তাও না হয় মেনে নেওয়া যায় !
#
কিন্তু পেট ফুলে যদি
সন্তানের জন্মরূপ দেখা দেয় !
#
তাহলে তো
ধর্ষিতাকে বেদম ভোগায় !
##
Ex-muslim
#
বাড়তে বাড়তে
একদিন
সমস্ত মুসলিমরাই
Ex-muslim
হয়ে যাবে !
#
তখন
মুসলিম খুঁজতে
আল্লার নরকে
আমাদের সকলকে
যেতে হবে !
##
গণেশ
#
গণেশের একদন্ত !
শরীর মহাকায় !
উদর ভুঁড়িওয়ালা লম্বোদর !
#
সিদ্ধিদাতা গজানন
বিঘ্নবিনাশকারী !
তিনি হেরম্বদেব !
##
ভগবান বিষ্ণুর তিন 'রাম' অবতার
#
তাঁরা
পরশুরাম
শ্রীরামচন্দ্র
ও
শ্রীবলরাম !
#
শ্রীরামচন্দ্রের নামের
শুরুতে রাম।
#
শ্রীপরশুরামের
ও
শ্রীবলরামের
অন্ত্যে রাম !
##
মন্দোদরী
#
মন্দোদরী
তিনি
রাবণ মহিষী।
#
তার
মন্দ উদর !
তাই তিনি
মন্দোদরী !
তিনি 'ক্ষীণোদরী' !
#
তার পিতা
ময়দানব !
মাতা অপ্সরা
হেমা !
পু্ত্র ইন্দ্রজিৎ !
#
মন্দোদরী।
পঞ্চ-
প্রাতঃস্মরণীয় কন্যার
অন্যতমা !
#
পরবর্তীতে
মন্দোদরী
বিভীষণের জায়া !
#
শ্রীরামচন্দ্র
কামাল কর দিয়া !
##
আমি সম্পূর্ণ অস্পন্দ অস্পর্শ অস্পৃশ্য হয়ে যাবো
#
প্রণব কুমার কুণ্ডু
#
আমি রোজই বেঁচে থাকব।
রোজই বেঁচে থাকব।
তবে একদিন নিশ্চয়
মরব !
#
মরার পরে
তারপরে
আমায়
আর একদিনও
বেঁচে থাকতে
দেখবে না !
#
তবে তোমার স্মৃতিতে
আমায় পাবে
আমায় পাবে
রোজ পাবে
রোজ রোজ পাবে !
#
স্মৃতিতে আমায় যদি
ধরে আনতে চাও
তবে পাবে
তাও পাবে
পাবে ! পাবে ! পাবে !
তবে আর কিছুতেই
আমাকে
তুমি
ছুঁতে পারবে না !
#
আমি সম্পূর্ণ
অস্পন্দ
অস্পর্শ
অস্পৃশ্য হয়ে যাবো !
##
মনে হচ্ছে বেশ্যারা ভারতবর্ষের এক চিরকালীন ঐতিহ্যের অঙ্গ
#
প্রণব কুমার কুণ্ডু
#
রামায়ণের যুগে
বেশ্যাবৃত্তি ছিল !
বেশ্যারা ছিল !
#
মহাভারতের যুগেও
বেশ্যাবৃত্তি ছিল !
বেশ্যারা ছিল !
#
বর্তমান যুগেও
দেহোপজীবিনীরা
আছে !
#
দেখা যাচ্ছে বেশ্যারা
ভারতবর্ষের
এক চিরকালীন ঐতিহ্যের অঙ্গ !
#
সত্যযুগেও কি
ঐ পেশার লোকজন
আমাদের দেশে ছিল ?
##
হিন্দুশাস্ত্র অনুযায়ী মৃ্ত্যুতে শোক এবং অশ্রুবর্ষণ শাস্ত্র বিরোধী
#
প্রণব কুমার কুণ্ডু
#
আপনারা কি জানেন
হিন্দুশাস্ত্র অনুযায়ী
মৃ্ত্যুতে শোক
এবং অশ্রুবর্ষণ
শাস্ত্র বিরোধী !
#
শোক
অর্থলাভ
ফললাভ
প্রিয়লাভ
ও মোক্ষলাভর
প্রতিবন্ধক !
#
আত্মীয়দের
শোকাশ্রু
অনলস্বরূপ হয়ে
মৃতব্যক্তিকে
কষ্ট দেয় !
##
ভগবান শিব
#
প্রণব কুমার কুণ্ডু
#
কথা ছিল ভগবান শিবই সমস্ত প্রজা সৃষ্টি করবেন
কিন্তু ঘটনা পরম্পরায় ব্রহ্মা প্রজাসকল সৃষ্টি করলেন !
তাতে বীতশ্রদ্ধ হয়ে ভগবান শিব
তাঁর লিঙ্গ মাটিতে প্রথিত করলেন !
সেই লিঙ্গই বিশ্বের নানান প্রান্তে আধার সহ
লিঙ্গবেদী হিসাবে মাটি ফুঁড়ে বেরিয়ে এলো !
সেই ভগবান শিবই দেবদেব মহাদেব !
ভগবান দেবদেব মহাদেবই
সর্বভূতের আদি মধ্য ও অন্তস্বরূপ !
তাঁর প্রভাবেই এই জগতের সকল কার্য
সুসম্পন্ন হয় !
##
সনাতন হিন্দুশাস্ত্র অনুযায়ী দুর্বল প্রাণিরা বলবান প্রাণিদিগের আহার হিসাবে নির্দিষ্ট হয়ে আছে !
সনাতন হিন্দুশাস্ত্র অনুযায়ী
দুর্বল প্রাণিরা
বলবান প্রাণিদিগের
আহার হিসাবে
নির্দিষ্ট হয়ে আছে !
#
পিতামহ ব্রহ্মার
সর্বজীবে অহিংসার স্লোগান এখন
অতল হিংসায় তলিয়ে গেছে !
##
প্রণব কুমার কুণ্ডু
##