যবনমর্দিনী কালী
#
কালীভক্তরা !
আপনারা কি
'যবনমর্দিনী কালী'র কথা
কিছু জানেন ?
#
না জানলে
দু'ঠ্যাং ছড়িয়ে
কিছু কান্নাকাটি
করেন !
##
১৬শ শতকে, বাংলায় ডাকাত বেণীমাধব রায় ও তাঁর দস্যু দল পূর্ব ভারতের আফগানদের জন্য এক ভয়ঙ্কর আতঙ্ক হয়ে উঠেছিল। পন্ডিত বেণীমাধব প্রথম জীবনে ছিলেন একজন বেদজ্ঞ ব্রাহ্মণ, তিনি স্থানীয় এক পাঠশালায় শিক্ষকতা করতেন। একদিন পাঠানরা তার স্ত্রীকে অপহরণ করল তারপরেই পন্ডিত বেণীমাধব রায় হয়ে উঠলেন ডাকাত বেনীরায়। পণ্ডিত ডাকাতের সৈন্যরা অমাবস্যার রাতে পাঠানদের বন্দি করে মা যবনমর্দিনী কালী’র সম্মুখে নারবলি প্রদান করত #ইতিহাসের পাতা #highlightডাকাত বেণীমাধব রায় - পণ্ডিত যিনি পাঠানদের বলি যবনমর্দিনী কালীর সামনে নিবেদন করেছিলেন।

No comments:
Post a Comment