দেহের তন্ত্রে তন্ত্রে
আছে যত অব্যক্ত গান
তা জাগাক প্রাণ।
একতারার তারের মাঝেই
লুকিয়ে থাকে সুর
কতই সুমধুর।
চাই নিপুণ বাদ্যকর
তাকেও হতে হবে ছন্দধর
সুরের প্রাণে দিতে হবে
ভাষার কোমল দেহ--
আমি ছাড়া
পারবে না আর কেহ।
আছে যত অব্যক্ত গান
তা জাগাক প্রাণ।
একতারার তারের মাঝেই
লুকিয়ে থাকে সুর
কতই সুমধুর।
চাই নিপুণ বাদ্যকর
তাকেও হতে হবে ছন্দধর
সুরের প্রাণে দিতে হবে
ভাষার কোমল দেহ--
আমি ছাড়া
পারবে না আর কেহ।
No comments:
Post a Comment