Wednesday, September 23, 2015

কার্ল মার্কস ( এক )

কার্ল মার্কস



আমার
শব্দভাবনায়
কার্ল মার্কস
তুমি
এসে গেছ !

বিশ্বে
এসেছিলে
পাঁচ-ই মে
আঠারোশো
অাঠারো
খ্রিস্টাব্দে।

বিশ্বের
অন্যতম শ্রেষ্ঠ
দার্শনিক
প্রবক্তা
তুমি।


টেমস
নদীর ওপর
লন্ডনব্রিজ।

লন্ডনের
ঐ টেমস নদীর
তীরে
কবরে তুমি চিরশায়িত।

মৃত্যুদিন
চোদ্দই মার্চ
আঠারোশো
তিরাশি খ্রিস্টাব্দে।

মার্চ মাস
আমাদের এখানে
পলাশের মাস।

লালে লাল
পলাশ ফুলের
লালিমায়
বিস্তৃত দিগন্ত
উজ্জ্বল।

No comments:

Post a Comment