Wednesday, September 23, 2015

জীবসৃষ্টি ( এক )

অনন্ত জীব
অনাদিকাল থেকেই
ছিল।

ঈশ্বর সকলের
সৃষ্টিকর্তা।

ঈশ্বর  হয়তো
স্বয়ম্ভূ
অথবা  অনাদিকাল  থেকেই
আছেন।


জীব সৃষ্টিতে
সময় দিতে হয়।

ওটা
স্বতঃস্ফূর্ত
নির্ণিমেষ
হয় না।


জীব সৃষ্টিতে
পরিবৃত্তি কাল
থাকতে হবে।

জীব সৃষ্টি
ঈশ্বরের
সৃষ্টিবাদ
আর
প্রকৃতির
বিবর্তনবাদের
মেলবন্ধন।

সৃষ্টিবাদ ঈশ্বরের।
বিবর্তনবাদ প্রকৃতির।

প্রাণসৃষ্টিতে
ঈশ্বরই  ঈশ্বর

প্রাণিসৃষ্টিতে
প্রকৃতিই  ঈশ্বরের প্রতিভূ।

No comments:

Post a Comment