প্রণব কুমার কুণ্ডুর মূলত কবিতা
Saturday, September 19, 2015
ছড়া ( তেইশ )
খুকু
------
আপন খেয়ালে
খুকু আঁকে ছবি
ঘরের দেয়ালে।
দুষ্টু সে ভীষণ
তাই সর্বক্ষণ
ছটফটে তার মন।
পড়ার সময় খেলে--
খেয়াল হলে,
পড়ে খেলার ছলে।
ভীষণ সে হিংসুটে
বায়না তার বিদঘুটে
একটু হলেই কাঁদবে
ফেলবে চোখের জল--
খুকু মোদের আবদারে
আর অবাধ্য চঞ্চল!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment