Saturday, September 19, 2015

চৈতন্য

তুমি বেদ মতে ব্রহ্ম
পুরাণ অনুযায়ী কৃষ্ণ
তন্ত্র অনুসারে শিব।
তোমাকে আমি ভাগ করতে পারি না
আমার চৈতন্যকেও ভাগ করা যায় না

চৈতন্যের ভাজক নেই
ভাগফল নেই
ভাগশেষ নেই।

চৈতন্য একাই
ভাজক
ভাজ্য
ভাগফল
এবং ভাগশেষ।

চৈতন্য
কখনও নিঃশেষ হয় না!

চৈতন্য অসীমের অসীম
অসীম অসীম
সীমাহীন অসীম
পৌনঃপুনিকতায় অসীম
অসীমে পৌনঃপুনিকতা।

No comments:

Post a Comment