সেলেট পেনসিল পড়ে আছে
বই খাতা উড়ছে
খোকামণি পড়া ছেড়ে
রাস্তায় ঘুরছে !
ওই ওরা গুলি খেলে
এরা খেলে লাট্টু
নান্টুরা তাস খেলে
ঘুড়ি ওড়ায় বাট্টু।
আমি আজ খেলবো কি
এক্কা-দোক্কা ?
দেখো আজ কিনবোই
পাঞ্জা আর ছক্কা !
ওরে বাবা ! হল কি রে
কানে কেন পড়ে টান !
কাকামণি ধরেছে যে
দেবে এবার পিট্টান !
বই খাতা উড়ছে
খোকামণি পড়া ছেড়ে
রাস্তায় ঘুরছে !
ওই ওরা গুলি খেলে
এরা খেলে লাট্টু
নান্টুরা তাস খেলে
ঘুড়ি ওড়ায় বাট্টু।
আমি আজ খেলবো কি
এক্কা-দোক্কা ?
দেখো আজ কিনবোই
পাঞ্জা আর ছক্কা !
ওরে বাবা ! হল কি রে
কানে কেন পড়ে টান !
কাকামণি ধরেছে যে
দেবে এবার পিট্টান !
No comments:
Post a Comment