Sunday, September 20, 2015

লীলাখেলা

বিরহ-বিয়োগে সংযোগ হতেই হবে
এমন কোন বাঁধাধরা
নিয়ম নীতি সংস্কার নেই।
তবে বিশ্বে
সমস্ত সংযোজনের
বিয়োগ হতেই হবে।
জগতে শুধু বিচ্ছেদ
বিচ্ছেদই আছে।
সংযোগ বলে কিছু নেই।

এই জগৎ শুধু
বিচ্ছেদপ্রবণ
বিচ্ছেদময়
বিচছেদভূষিত।

আসলে চূড়ান্ত সংযোজন বলে
কিছু নেই
কিছু থাকতে পারে না
কিছু থাকবেও না-
এক মহান ঈশ্বর ছাড়া!

আপাত সংযোগ আপাত সংযোজন
বিরহ বিয়োগ বিচ্ছেদ
শুধু বিধির অনুপম লীলাখেলা!

No comments:

Post a Comment