ঈশ্বর ভাবনা
অনেক সময়
নঞর্থক ভাব থেকে আসে।
সংসারে যখন কেউ
দেখবার নেই
সংসারে যখন কেউ
নিজের বলে নেই
তখন নিজে নিজেই নিজের
দুর্গতি-দুর্দশার বর্ণনা করে।
নতজানু হয়ে বসে
কেঁদেকঁকিয়ে
দুঃখী মানুষ
ঈশ্বরের শরণ নেয়
ফলে ধর্মপথ
এগিয়ে চলে...
তবে সত্যি কি তার
ঈশ্বরবিবেকবোধ জেগে ওঠে?
না কি সে
বাধ্যবিবেকী হয়ে যায়!শ
অনেক সময়
নঞর্থক ভাব থেকে আসে।
সংসারে যখন কেউ
দেখবার নেই
সংসারে যখন কেউ
নিজের বলে নেই
তখন নিজে নিজেই নিজের
দুর্গতি-দুর্দশার বর্ণনা করে।
নতজানু হয়ে বসে
কেঁদেকঁকিয়ে
দুঃখী মানুষ
ঈশ্বরের শরণ নেয়
ফলে ধর্মপথ
এগিয়ে চলে...
তবে সত্যি কি তার
ঈশ্বরবিবেকবোধ জেগে ওঠে?
না কি সে
বাধ্যবিবেকী হয়ে যায়!শ
No comments:
Post a Comment