Wednesday, September 23, 2015

মানুষ

ডিগ্রি পেশা উপার্জন দিয়ে
আমরা মানুষের মূল্যায়ন করি
কি চেয়েছি আর কিই বা পেলাম !

আমাদের চাওয়া-পাওয়ার
মানসিকতা বেশি।
কিছু দেবার মানসিকতা কম।

দরকার দেশ শাসনের পরিবর্তে
আন্তরিকতার সাথে
দেশ সেবা করা!

জীবনেতে যদি
সদর্থক অবস্থান
না থাকে
তবে
শিক্ষা-অর্থ-পদ- ক্ষমতা
সর্বোপরি দক্ষতাও
পঙ্গু হয়ে পড়ে।

নৃতত্ত্বের হোমোস্যাপিয়েন্সরা
সত্যিকারের বুদ্ধিদীপ্ত সৎ জ্ঞানী
মানুষ হয়ে উঠুক !

No comments:

Post a Comment