Saturday, September 19, 2015

গঙ্গা ( এক )

ভাদ্রমাসের কৃষ্ণা চতুর্দশীতে
যে পর্যন্ত গঙ্গার স্রোতের জল
ধেয়ে যায়
তাই গঙ্গাগর্ভ।

তার বাইরে
দুই দিকের দেড়শো হাত পর্যন্ত
প্রশস্ত-স্থান
তীর।

তাই গঙ্গার বেলাভূমি।

বেলাভূমির দুই দিকে
গঙ্গা বরাবর
চারমাইল চারমাইল পর্যন্ত
স্থানকে বলে পবিত্র গঙ্গাক্ষেত্র।

গঙ্গা
শিবের সঙ্গীত শ্রবণে
দ্রবীভূত বিষ্ণু।

গঙ্গা
পতিত উদ্ধারিণী
কুলুকুলু সুরধুনী।

No comments:

Post a Comment