Sunday, September 13, 2015

মন (দুই )

মন
আলোক দৃষ্টি সম্পন্ন

মনের
হাঁ-ধর্মী
পরাশক্তি।
অসাধারণ
সংবেদজ উপলব্ধি।

মন জানাজানি
মন চালাচালি
আবার
অবস্তু মনের
কুটকাচালি।

মনের
সংবেদনশীলতা
আচার-ব্যবহারে
স্বভাবে
পরিস্ফুট।

মন
প্রেরণা প্রসূত
প্রেরণাপ্রকাশে
অনুপ্রাণিত।

মন
ধ্যানের
মাধ্যম।

ধ্যান
ব্রহ্ম প্রাপ্তির
মধ্যস্থতাকারী।

মন
মনসিজ।

মন
ব্রহ্ম।

No comments:

Post a Comment