অঙ্কুরিত বীজের ভ্রূণমূল
মাটির ভেতরে চলে যায়।
মূলতন্ত্র গঠন করে।
একই সময়ে ভ্রূণমুকুল
আলোর দিকে
আকাশের দিকে
বাড়তে থাকে।
যত ওপরের দিকে
ভ্রূণমুকুল যায়
তত তাতে
কচিকচি পাতা গজায়।
ডালপালা বেড়ে ওঠে।
তাতে ফুল ফল হয়।
পাখি বাসা বাঁধে।
ডিম পাড়ে।
শাবক জন্মায় !
মাটির ভেতরে চলে যায়।
মূলতন্ত্র গঠন করে।
একই সময়ে ভ্রূণমুকুল
আলোর দিকে
আকাশের দিকে
বাড়তে থাকে।
যত ওপরের দিকে
ভ্রূণমুকুল যায়
তত তাতে
কচিকচি পাতা গজায়।
ডালপালা বেড়ে ওঠে।
তাতে ফুল ফল হয়।
পাখি বাসা বাঁধে।
ডিম পাড়ে।
শাবক জন্মায় !
No comments:
Post a Comment