Thursday, October 1, 2015

প্রণাম ( এক )

এখনও ভেসে আসে
ঐ দূরের আকাশ হতে
' ঐকতান ' ঝঙ্কার

পূবের গগন হতে
রবি তুমি ভালোবেসে
দাও তোমার বীণায় টঙ্কার !

ঐ দূর আকাশের গায়
বলাকারা মালা গেঁথে
দূর হতে বহুদূরে
ভেসে চলে যায়।

পৃথিবীর মালা ওটা জানি
রবি তোমারি তরে
 তোমারি গলে
পাঠায়েছে পৃথিবীর প্রাণী।

রবি তোমার আগমনে
পৃথিবীর এ কাননে
ফুটেছে কত শত ফুল

সেই ফুলে গাঁথি মালা
আমরা যে করি খেলা
স্ফুটিত করি যে মোরা
জীবন-মুকুল !

তুমি বঙ্গ-কাব্য-তীর্থে
রেখে গেছ স্বর্গের ছোঁয়াচ
রেখে গেছ নবীনের তরে
তব প্রাণভরা প্রচুর আশীর্বাদ।

তুমি জ্যোতি
নির্মল অতি
ভোরের কুসুম সম
প্রণাম লহগো মম।


No comments:

Post a Comment