সমর্পণ ( কবিতা ) [ তিন ]
আমার অপূর্ণতা
দূর করে
আমি পূর্ণ হয়ে যাব।
হয় আমি
তোমাতে মিশে যাব
নয়তো তুমি
আমাতে মিশে গিয়ে
মিলিয়ে যাবে !
দুটো পৃথক ' আমি ' সত্ত্বা
জীবন্ত রাখলেই
ঘটিবাটি ঠুকোঠুকি
টানাটানি হানাহানি !
আমাদের মিল কি
শুধু মিলনেই !
আত্মায় আত্মায় মিল নেই ?
ভালোবাসায় মিল নেই ?
দম্ভ দর্প নিয়ে
নারী স্বাধীনতা
নারী প্রগতির উল্লাস !
কিংবা পতিক্লেশ নিবারণ
সমিতির ডাকে
পাপিষ্ঠের চোলাই সেবন !
যত প্রগতি
তত বিচ্ছিন্নতা
এসব
আত্মসচেতনা নয়।
করো নিজেকে অর্পণ
আত্মসমর্পণ
পুরোপুরি আত্মবিসর্জন !
আমার অপূর্ণতা
দূর করে
আমি পূর্ণ হয়ে যাব।
হয় আমি
তোমাতে মিশে যাব
নয়তো তুমি
আমাতে মিশে গিয়ে
মিলিয়ে যাবে !
দুটো পৃথক ' আমি ' সত্ত্বা
জীবন্ত রাখলেই
ঘটিবাটি ঠুকোঠুকি
টানাটানি হানাহানি !
আমাদের মিল কি
শুধু মিলনেই !
আত্মায় আত্মায় মিল নেই ?
ভালোবাসায় মিল নেই ?
দম্ভ দর্প নিয়ে
নারী স্বাধীনতা
নারী প্রগতির উল্লাস !
কিংবা পতিক্লেশ নিবারণ
সমিতির ডাকে
পাপিষ্ঠের চোলাই সেবন !
যত প্রগতি
তত বিচ্ছিন্নতা
এসব
আত্মসচেতনা নয়।
করো নিজেকে অর্পণ
আত্মসমর্পণ
পুরোপুরি আত্মবিসর্জন !
No comments:
Post a Comment