Monday, October 26, 2015

অভিযোজন

তুমি আগে
সাধারণ মেয়ে ছিলে।
সহজ, সহজিয়া,নিরভিমানী।
মুগ্ধ-মুখর স্নিগ্ধ চোখ
অনুচ্চ উচ্চারণে ধীরতা
সুস্পষ্ট মনের উপলব্ধি
রসসিক্ত  উদ্ ভ্রান্তে
রাগসিক্ত শব্দ ভাণ্ডারে
ইচ্ছে পাখিদের নিয়ে জটলায়
ভবিষ্যতের তীব্র আটপৌরে বুনট।

তোমার সোনালি স্বপ্নগুলো
প্যাঁটরা বন্দি করে
ভীষণ উদ্বিগ্ন থাকতে ভালোবাসতে..... 

আমাকে নিয়ে ছিল তোমার  
অন্তহীন অন্তরতম দুশ্চিন্তা। 

ঘিয়ের লুচি বেলার আগে
ময়ান দেওয়া
নুন চিনি ছিটিয়ে
জল ঢেলে
ময়দা মাখা
দু'হাতে লেচি কাটা
গাওয়া ঘিয়ের সুঘ্রাণে মাতোয়ারা.....

লুচি বেগুনভাজা চিনির সহযোগে
আমার আত্মার শান্তি।

আমাকে পরিযায়ী পাখিদের
পথ থেকে
ভুলক্রমে
দিগ্ পরিবর্তন  করিয়ে

তোমার ঘরে  ফেরার
আকর্ষণ জুগিয়েছিলে !

গায়ের উষ্ণতায়
এবং মনের রঙের
উষ্ণতায়
আমাকে পাশে বসতে দিতে
তোমার কুণ্ঠা ছিল না।

তোমার আলুলায়িত কুঞ্চিত কেশ
গহন বনের রহস্যময় গা-ছমছম।
শ্বাস হ্রস্বতর হলে
হিরামন হরমোনের গন্ধে
আমার সম্বিত ফিরে আসত।

এখন দেখছি
আগের সরলতা ছেড়ে
তুমি অনেক বেশি বেশি
জটিল হচ্ছ।

নারীর মনের ধর্ম বোধহয়
এটাই--
সহজ সরল সাধারণ বাতাবরণ
ছেড়ে
সহজাত স্বাভাবিক ক্রমবিকাশের পথে.....

ক্রমবিবর্তনের সম্মোহিনী উত্থান !

সরলতা ছেড়ে জটিলতায়।
জটিলতা 
শুধু মন ভিত্তিক নয়,
দে্হ, অনুভূতি, বিবেক, বুদ্ধি
সব কিছুই জটিল আবর্তে।

জটিল থেকে আরো জটিলতায়।

আমরা আমাদের জীবন যাপন 
করছি,
আমরা এখনো শরীরে 
শক্তি সরবরাহ করতে পারছি।  
এ.টি.পি. অণুগুলো সৃষ্টি হচ্ছে।
আমরা মানিয়ে নিয়েছি।

নিয়ত পরিবর্তনশীল জগতে
প্রতি ছন্দে প্রতি রূপে
রেখে যাব
ভবিষ্যতের অজানা আকাঙক্ষা।

অভিব্যক্তি, পরিব্যক্তি, অভিযোজন।
আমরা অভিযোজিত প্রাণী।
অভিযোজনের রূপ-রেখায়
পুনরায়
পুনর্বার
অভিযোজিত হতে ষাচ্ছি !

অভিযোজন
অবসরহীন মনের !

No comments:

Post a Comment