Saturday, October 3, 2015

যুদ্ধবিগ্রহ

যুদ্ধবিগ্রহ হয় জমি নিয়ে।
রাজ্য নিয়ে।
 দেশ নিয়ে।
ধনসম্পত্তি নিয়ে।
নারী নিয়ে।

ইদানিং যুদ্ধ হয়
কে করে খাবে
তাই নিয়ে।

এম.এল.এ. নিয়ে।

নির্বাচন নিয়ে।

এরিয়া দখল নিয়ে।

ফলস্ ভোট দেওয়া
বনাম ফলস্ ভোট
না দিতে দেওয়া নিয়ে।

বুথ দখল বনাম
বুথ দখল করতে
না দেওয়া নিয়ে।

মারদাঙ্গা করা
 বনাম মারদাঙ্গা
না করতে দেওয়া নিয়ে।

বধ্যভুমি তৈরী হয়।

 পুলিশের অক্ষৌহিনী সেনারা
সরকার পক্ষে
পক্ষপাতিত্ব করে
সরকার পক্ষে যোগ দেয় !

বুদ্ধ মমতাময় হন না !

কিন্তু মমতাময়ী
ন্যায় নীতি সত্যকে
আঁকড়িয়ে থেকে
লক্ষে অটুট থাকেন।

জনসমুদ্র
 এগিয়ে চলে !

No comments:

Post a Comment