Thursday, October 1, 2015

অলক্ষ্মী বিদায়

নন্দিগ্রাম আর সিঙ্গুরের
জমি দখলের লড়াই-ই
কাল হল !

স্বচ্ছ সুন্দর মানবিক দৃষ্টিভঙ্গির
মহামূল্যবান স্ফটিক
কেলাসিত হল !

সিঙ্গুর নন্দিগ্রামের
পথ প্রান্তর দিয়ে
সত্যি সত্যি
তিন সত্যি--

নতুন প্রভাত সূর্যের
নব সূর্যোদয় ঘটল !

জনরোষের
 প্রখর দাপটে
তেত্রিশ বছরের
অটল অটুট
রাক্ষসী মায়ায়

অপরাজেয় রাজসিংহাসনের
ভিত কেঁপে উঠল !

এখন অবদমিত সম্রাট
পদপৃষ্ঠের তলার পদধূলিতে
বিমর্ষ
 মলিন !

নব  জীবনের
পবিত্র শাঁখ বাজছে!


সুচারু ঘন্টার
মৃদুল পদধ্বনি।

ধুপে  ধুনোয়
প্রদীপে
গন্ধপুষ্পে
চালকলার  নৈবেদ্যে
জন-ঐক্যে

 আন্দোলিত
আহ্লাদিত
আমোদিত

অভাগা পশ্চিম বাংলা !

হীনমতি
 দৈত্যকুলের
বিদায় লগ্নে


কুলো পিটিয়ে

অলক্ষ্মীর
আসন্ন বিদায় বাজন !




No comments:

Post a Comment