তোমার বাচনভঙ্গি
এক শিল্পসত্তা
যথার্থই শিল্প।
তোমার কথায়
সকল সফল কবিতার
সব প্রেম নিংড়ে ঝরে পড়ে।
তোমার কণ্ঠে কতনা সুর
রিনিঝিনি গান হয়ে
বেজে ওঠে।
আমাদের জীবন তো
এখনো ছোট ছোট
টুকরো টুকরো
ছোট গল্পের সমষ্টি !
মনের মাধুর্যে
ব্যক্তিগত আলাপচারিতায়
অভিজ্ঞতায়
চিন্তার সন্নিবেশে
দেহত্বকে দেহত্বকে
অনুভব করার গুণে
তা তো আর
অস্পর্শনীয় নিন্দনীয় নয় !
স্পৃশ্য থেকে স্পৃষ্ট হয়ে
সাযুজ্য থাকলে
উপন্যাস হয়ে যাবে !
এক শিল্পসত্তা
যথার্থই শিল্প।
তোমার কথায়
সকল সফল কবিতার
সব প্রেম নিংড়ে ঝরে পড়ে।
তোমার কণ্ঠে কতনা সুর
রিনিঝিনি গান হয়ে
বেজে ওঠে।
আমাদের জীবন তো
এখনো ছোট ছোট
টুকরো টুকরো
ছোট গল্পের সমষ্টি !
মনের মাধুর্যে
ব্যক্তিগত আলাপচারিতায়
অভিজ্ঞতায়
চিন্তার সন্নিবেশে
দেহত্বকে দেহত্বকে
অনুভব করার গুণে
তা তো আর
অস্পর্শনীয় নিন্দনীয় নয় !
স্পৃশ্য থেকে স্পৃষ্ট হয়ে
সাযুজ্য থাকলে
উপন্যাস হয়ে যাবে !
No comments:
Post a Comment