Friday, October 30, 2015

যুদ্ধ

একুশ বছর ধরে
আমি পথ হাঁটিতেছি।
কর্ম জীবনের শুরু থেকে
পৌরুষের ফাগ চন্দনের
পবিত্র খেলায়।
ওষুধ ফেরির পেশায় সমর্পিত প্রাণ।
ব্যতিক্রমী ট্যুরে
নিঃশেষিত শোষিত জীবন।
নিতান্ত অবহেলায়
দীর্ণবিদীর্ণ করেছি নিজের স্ত্রীকে।
জীবনের রাঙা অনুভূতির অনুভবগুলো
হেলায় ফেলায়
চলতে ফিরতে পায়ের তলায়
নিষ্পেষিত করেছি বারেবারে।
নিজের যৌবন
আশা  আকাঙক্ষা 
রাগ অনুরাগ
প্রেম প্রীতি প্রণয়ের
পাশা খেলায়
সর্বস্ব খুইয়ে এখন আমি
রিক্ত যুধিষ্ঠির।
কিন্তু সেখানেও তো 
নরক দর্শনের যন্ত্রণা !
তবু সৎ দ্রৌপদীর
কাপড় আর গন্ধ লুণ্ঠনে ব্যস্ত
অসৎ দুর্যোধন  দুঃশাসন।
অন্ধ ধৃতরাষ্ট্র
চোখ বুঁজে তামাশা দেখছে !
কুরুক্ষেত্রের মহান যুদ্ধ
সে কি জীবনের সায়াহ্নে ?

No comments:

Post a Comment