Saturday, October 3, 2015

পাঁকে ডোবা

ওরা পাঁকে ডুবেছে।
কুলো দিয়ে
ঝেড়ে ফেলা যাবে না।
চালুনির ফুটোগুলোও
বুঁজে গেছে।

ওরা পাঁকে ডুবেছে।

রাস্তাগুলো দোকানঘর হল।
তোলা আদায়ের ইনকাম ট্যাক্স।
ক্যাডাররা কাটমানি খায়।

ওরা পাঁকে ডুবেছে।

প্রথমে শ্রীচরণ
পরে গুল্ফ থেকে জঙ্ঘা
ঊরুদেশ
উপস্থ
চরিত্রহীনতার পাঁকে।

এখন আরো ডুবতে বসেছে।

নাইকুণ্ড,পাকস্থলী, হৃদয়,
                          কণ্ঠ
                          ওষ্ঠ
                       মস্তিষ্ক
সুবুদ্ধি, ন্যায়বুদ্ধি
সুবিচার, সব !

গণতান্ত্রিক মূল্যবোধ
সহনশীলতা
মানিয়ে নেবার ক্ষমতা।

জেগে আছে শুধু
মারকুটে দাঙ্গাবাজ
শক্তিশালী দুই হাত।

ধোলাই দেবার মুষল।

No comments:

Post a Comment