Saturday, October 3, 2015

মৌন মিছিল

বুদ্ধিজীবিরা !
স্লোগান দিতে শিখবেন কবে ?
একজন চেঁচিয়ে বলবেন,
' আমরা বুদ্ধিজীবী নই '
অন্যেরা তারস্বরে গলা মেলাবেন,
'আমরা বুদ্ধিজীবী হই'
তবেই না হবে !

বুদ্ধিজীবিরা !
আপনারা প্ল্যাকার্ড লিখতে শিখুন,
মঞ্চ গড়ুন,প্রতিবাদী  ফেস্টুনে
 আন্দোলনের রূপ-রেখা আঁকুন;
এখন তো পথে নেমেছেন,
আপনাদের তো আরও অনেক পথ
জানে-মানে এগোতে হবে !

বুদ্ধিজীবিরা !
আপনাদের  উপর পুলিশের বর্বর-আঘাত
আর  স্বৈরাচারির ফ্যাসিবাদী আক্রমণ নেমে আসবে,
পারলে বাড়িতে হামলা,  হুজ্জুতি, লাঞ্ছনা-গঞ্জনা--
রুজি রোজগারের ওপর হাত
ব্যক্তিগত,সামাজিক সম্মানের ওপর
ছুরি কাঁচি হাতুড়ি নিয়ে ময়নাতদন্ত !

বুদ্ধিজীবিরা !
এসবের  জন্য প্রস্তুত  থাকুন !
তবে কণ্ঠ থাকতে মৌন মিছিল কেন ?

No comments:

Post a Comment