Tuesday, November 24, 2015

মিলন

     আমাদের মিলনে শুধু বস্ত্র নয়
     অলংকারও নিষেধের পর্যায় !
   বস্ত্রের ব্যবধান নেই, লজ্জাও নেই !
      অলংকারও খুলে তুলে রাখা !
বস্ত্র অলংকার এগুলো জড়তায় জড়ানো।
    প্রাণচাঞ্চল্য ওগুলোর বাইরে ! 

   অন্তরে একনিষ্ঠ প্রেম, পূর্ণ প্রেম
 আমাদের চেতনসত্ত্বা প্রেমে মশগুল।
           লজ্জা হয় অন্যের কাছে 
কিন্তু আমি তো অন্য কেউ নই, অনন্য !

আমরা দ্বৈত-অদ্বৈত ভেদ-অভেদ শূন্য।
          শূন্য মান, শূন্য স্তুতি।
         পরিপূর্ণ শূন্য, অথচ পূর্ণ।
         পুণ্য এবং পূর্ণতায় ভরা।

No comments:

Post a Comment