খড়ো ঘরের জানলা দিয়ে চপল মেয়ের চাউনি
আমার আকুল- ভরা মধুর-মনের একটুখানি ছাউনি;
চোখের- তটে কাজল-রেখা, তারার কটা রঙ
সবজে শাড়ির বাঁধনেতে--- ফোটে দেহের ঢঙ।
কণ্ঠে দোলে পুঁতির মালা, হাতে ক'গাছ চুড়ি
কানের পাশায় দুলতে থাকে, ময়ূর-ময়ূরী;
চক্ষু মেলে দেখতে ভালো--- সতেজ দেহের স্বাস্থ্য
যখন দেখি, তখনই ও, কাজে বেজায় ব্যস্ত।
বাজার-ফেরা, আমি আসি, হাতে নিয়ে ঝাঁকা
ওদের বাড়ির কাছে গিয়ে, পথটা হল বাঁকা;
তাকাই আমি গভীর আশায়, জানলা দিয়ে ঘরে---
নতুন এক আলোড়ন, দেহের থরে থরে।
কখনো পাই দেখা, কখনও যাই, ব্যর্থ হয়ে ফিরে
আশার-আলো নাচে আমার জীবন ঘিরে ঘিরে;
শুনতে পাই, বাতাসেতে, ওর মিষ্টি-সুরের গান---
ওরই সাথে মিশতে, আমার প্রাণ করে আনচান।
কখনও সে দোরটি ধরে, আলতো করে,আমার পানে চায়,
চোখের তারার ছোটাছুটি--- কতই কথা হয়;
ক্ষণেক পরে বিদায় দেয়, মিষ্টি-মধুর হেসে---
তারেই আমি, তারেই আমি, ফেলনু ভালোবেসে !
আমার আকুল- ভরা মধুর-মনের একটুখানি ছাউনি;
চোখের- তটে কাজল-রেখা, তারার কটা রঙ
সবজে শাড়ির বাঁধনেতে--- ফোটে দেহের ঢঙ।
কণ্ঠে দোলে পুঁতির মালা, হাতে ক'গাছ চুড়ি
কানের পাশায় দুলতে থাকে, ময়ূর-ময়ূরী;
চক্ষু মেলে দেখতে ভালো--- সতেজ দেহের স্বাস্থ্য
যখন দেখি, তখনই ও, কাজে বেজায় ব্যস্ত।
বাজার-ফেরা, আমি আসি, হাতে নিয়ে ঝাঁকা
ওদের বাড়ির কাছে গিয়ে, পথটা হল বাঁকা;
তাকাই আমি গভীর আশায়, জানলা দিয়ে ঘরে---
নতুন এক আলোড়ন, দেহের থরে থরে।
কখনো পাই দেখা, কখনও যাই, ব্যর্থ হয়ে ফিরে
আশার-আলো নাচে আমার জীবন ঘিরে ঘিরে;
শুনতে পাই, বাতাসেতে, ওর মিষ্টি-সুরের গান---
ওরই সাথে মিশতে, আমার প্রাণ করে আনচান।
কখনও সে দোরটি ধরে, আলতো করে,আমার পানে চায়,
চোখের তারার ছোটাছুটি--- কতই কথা হয়;
ক্ষণেক পরে বিদায় দেয়, মিষ্টি-মধুর হেসে---
তারেই আমি, তারেই আমি, ফেলনু ভালোবেসে !
No comments:
Post a Comment