Wednesday, April 6, 2016

প্রসারিত চিত্ত

রক্তিম আভা হৃদয়ের সঞ্চিত যা ধন
আকুল যৌবন;
পরশে যাহার ওগো লোহা হয় সোনা
সসংকোচে হৃদয়ের মায়াজাল বোনা
আমি তার, আমি তার, দীপ্ত অনুরাগী--
স্তব্ধ হয়ে, মালা লয়ে, নিশিদিন জাগি।

রক্তিম আভা হৃদয়ের সঞ্চিত যা ধন
জীবন-দর্শন;
আমি মোর হৃদয়েতে নীরব পূজারি
হৃদয় উজাড়ি
নৈবেদ্যের থালাখানি দিই
                                বরণডালায়
গলার মালায়
অকারণে পাই যেন কার অনুভূতি
রূপময়ী কুমারীর সৌজন্যের দ্যুতি !

রক্তম আভা হৃদয়ের সঞ্চিত যা ধন
পরশ-আলিঙ্গন;
চাই আমি বদ্ধ হতে দীপ্ত বাহুডোরে 
সংকুচিত জীবনের বিলুপ্তির তোড়ে !

ওই পেলে আমি হব প্রীত
ওরই লাগি আজি মোর  চিত্ত প্রসারিত !!



No comments:

Post a Comment