আমার নীরব তপস্যা
নিরলস কঠোর সাধনা
শুধু তোমাকে ঘিরে ।
মনের গম্ভীরা লীলাতে আমি মগ্ন ।
আমার বিরতিবিহীন
নাম গান যজ্ঞ
তোমার শ্রীঅঙ্গের অঙ্গনে
ভিক্ষা অঞ্জলি ।
তুমি কাঁদালে অশ্রু ঝরে না
হৃদয় গলে দ্রবীভূত হয়ে যায় !
তোমার শান্ত ধীর নম্র নীরবতা
ভালো লাগে ।
আমার চির খাওয়া
ভগ্ন ভালোবাসায়
তুমি জিওল গাছের আঠা ঘষে
ফাঁক ফোকর ভরিয়ে দাও !
নিরলস কঠোর সাধনা
শুধু তোমাকে ঘিরে ।
মনের গম্ভীরা লীলাতে আমি মগ্ন ।
আমার বিরতিবিহীন
নাম গান যজ্ঞ
তোমার শ্রীঅঙ্গের অঙ্গনে
ভিক্ষা অঞ্জলি ।
তুমি কাঁদালে অশ্রু ঝরে না
হৃদয় গলে দ্রবীভূত হয়ে যায় !
তোমার শান্ত ধীর নম্র নীরবতা
ভালো লাগে ।
আমার চির খাওয়া
ভগ্ন ভালোবাসায়
তুমি জিওল গাছের আঠা ঘষে
ফাঁক ফোকর ভরিয়ে দাও !
No comments:
Post a Comment