সময়
অনন্তকাল থেকে
নিত্যকালের পথিক!
সময়
একটা শক্তি।
শুধু
প্রবহিত হতে
জানে!
প্রবাহিত
হয়ে চলে!
সূর্য আর
পৃথিবীই
সময়কে
প্রবহমাণ
করে রেখেছে!
পৃথিবীতে
পাওয়া
সময়ের অংশটুকু
সূর্যের
বদান্যতায়!
সময় কি
পৃথিবীকে
নিয়ন্ত্রণ করছে?
অনাগত ভবিষ্যৎ-কে
নিমন্ত্রণ করছে?
আবার এমনটাও তো
হতে পারে
সময় অতীতকে
স্মৃতির রোমন্থনে
টেনে আনছে!
সময়
ধরা দেয় না।
পিছলিয়ে যায়।
ধরতে গেলে
অতীত হয়ে যায়!
অনন্তকাল থেকে
নিত্যকালের পথিক!
সময়
একটা শক্তি।
শুধু
প্রবহিত হতে
জানে!
প্রবাহিত
হয়ে চলে!
সূর্য আর
পৃথিবীই
সময়কে
প্রবহমাণ
করে রেখেছে!
পৃথিবীতে
পাওয়া
সময়ের অংশটুকু
সূর্যের
বদান্যতায়!
সময় কি
পৃথিবীকে
নিয়ন্ত্রণ করছে?
অনাগত ভবিষ্যৎ-কে
নিমন্ত্রণ করছে?
আবার এমনটাও তো
হতে পারে
সময় অতীতকে
স্মৃতির রোমন্থনে
টেনে আনছে!
সময়
ধরা দেয় না।
পিছলিয়ে যায়।
ধরতে গেলে
অতীত হয়ে যায়!
No comments:
Post a Comment