দেবি!
তোমার আবাহন কিভাবে করতে হয়
আমি জানি না!
তোমার পূজা
কি করে সারতে হয়
তাও আমি জানি না!
পূজার শেষে
তোমার বিসর্জন
কিভাবে দেব
আমার জানা নেই!
হে কামেশ্বরি!
হে সুরেশ্বরি!
হে পরমেশ্বরি!
আমার
মন্ত্রহীন
ক্রিয়াহীন
ভক্তিহীন
অজ্ঞানতত্ত্বের দীন পূজা
আমি যেভাবে পারব
সেভাবে করব।
তুমি লাথি ঝ্যাঁটা মারলে
মারবে!
কিন্তু সে পূজা কি
তুমি গ্রহণ করবে?
* শ্রীশ্রীচণ্ডী, গীতা প্রেস, অবলম্বনে কবিতাটি লিখিত ।
তোমার আবাহন কিভাবে করতে হয়
আমি জানি না!
তোমার পূজা
কি করে সারতে হয়
তাও আমি জানি না!
পূজার শেষে
তোমার বিসর্জন
কিভাবে দেব
আমার জানা নেই!
হে কামেশ্বরি!
হে সুরেশ্বরি!
হে পরমেশ্বরি!
আমার
মন্ত্রহীন
ক্রিয়াহীন
ভক্তিহীন
অজ্ঞানতত্ত্বের দীন পূজা
আমি যেভাবে পারব
সেভাবে করব।
তুমি লাথি ঝ্যাঁটা মারলে
মারবে!
কিন্তু সে পূজা কি
তুমি গ্রহণ করবে?
* শ্রীশ্রীচণ্ডী, গীতা প্রেস, অবলম্বনে কবিতাটি লিখিত ।
No comments:
Post a Comment