Saturday, September 10, 2016

ছড়া ( চব্বিশ )

বই খাতা পড়ে আছে
বাতাসেতে উড়ছে
খোকামণি উঠানেতে
গিয়ে  ' পিল '  খুঁড়ছে !

সারাদিন পড়া নেই
মন শুধু খেলাতে
তাই ওর মাথা ভরা
গোবরের ঢেলাতে !

পারে নাকো লিখতে
পারে নাকো বানানও
বলে যত আজগুবি
কথা ও বানানো !

মা  ওর কান ধরেন
বাবা দেন  পিটুনি
স্কুলে মাস্টারমশায়ের
বকাবকি    খিঁচুনি ।

No comments:

Post a Comment