ছড়া আর কবিতায়
পার্থক্য নেই
ওটা সাজানো ঘটনা
যে যেমন বোঝে
সে তেমন খোঁজে !
খোঁজাটা সাজানো বর্ণনা ।
মিল আর অমিলে
ছড়া কাঁদে
কবিতা চুল বাঁধে ।
ছড়া আর কবিতায়
পার্থক্য নেই
বলে যাই বারেবারে
পার্থক্য শুধু
ছড়ার
ছায়া ছায়া মিল চাওয়া
অহঙ্কারে ।
পার্থক্য নেই
ওটা সাজানো ঘটনা
যে যেমন বোঝে
সে তেমন খোঁজে !
খোঁজাটা সাজানো বর্ণনা ।
মিল আর অমিলে
ছড়া কাঁদে
কবিতা চুল বাঁধে ।
ছড়া আর কবিতায়
পার্থক্য নেই
বলে যাই বারেবারে
পার্থক্য শুধু
ছড়ার
ছায়া ছায়া মিল চাওয়া
অহঙ্কারে ।
No comments:
Post a Comment