Monday, September 5, 2016

সংসার যাত্রা

আমিই তোমার গুরু
তোমার পুরোহিত
তোমার যজ্ঞের দীপশিখা ।


তুমি আমার শিষ্যা ।
আমার মন
তোমাতেই নিমজ্জিত
 নিয়োজিত
এবং নিবেদিত !  

সংসার সমুদ্রে
আমি যখন
ডুবতে বসেছি
কিংবা ভাসছি
তখন তুমিই
আমার অর্ণবপোত ।
আমার বয়া
লাইফবয় ।

আমায় ভাসিয়ে রাখো
মাতিয়ে রাখো !

সংসার নাটক
আমাদের জানা ছিল না ।
তুমি ছিলে ভীরু ।
অতি ভীরু ।
তবে দীনতায় মুগ্ধ !

এক একটে দিন যায়
আমাদের জীবননাট্যের
এক একটা পাতা
খুলে খুলে যায় !

No comments:

Post a Comment