Tuesday, September 20, 2016

ঈশ্বরের প্রবেশ

আমাদের পার্থিব  শরীর গড়া
শুরু হবার সাথে সাথে
ঈশ্বর প্রাণসঞ্চার করেন।
আমাদের দেহে ঈশ্বর আছেন।
ঈশ্বরের প্রবেশপথ ব্রহ্মরন্ধ্র।
মাথার পেরিএটাল খুলিদ্বয়ের
সাজাইটাল সুচারস্   বিদীর্ণ করে
ঈশ্বর মস্তকে প্রবেশ করেন।
আমাদের দেহে ব্রহ্মের অধিস্থান
আমাদের মস্তকের   ঊর্ধ্ব স্বস্তিক বিন্দুর
ব্রহ্মরন্ধ্রের কাছাকাছি অঞ্চল।
ব্রহ্মরন্ধ্র ফেটে আবার সাধকের
প্রাণবায়ু বেরিয়ে যায়!
সাধারণ লোকের প্রাণবায়ু বেরোয়
অপান বায়ুর সাথে।

No comments:

Post a Comment