আমরা সবাই পার্কে
খেলবে এসো আর কে ?
এখানে এসে দাঁড়াও না !
হবে এক্ষুনি নাম গোনা ।
আব্বা উবু দশ কুড়ি
দুরের ঐ থামটা আজ বুড়ি ।
শিপ্রা হল মোড়
আমরা খেলছি চোর-চোর ।
শিপ্রা, রেডি রেডি রেডি
দাঁড়াও ! এই ছুঁয়ে দি'
এমা ! ধরতে পারনি
তুমিও তো বুড়ি ছোঁওনি !
খেলবে এসো আর কে ?
এখানে এসে দাঁড়াও না !
হবে এক্ষুনি নাম গোনা ।
আব্বা উবু দশ কুড়ি
দুরের ঐ থামটা আজ বুড়ি ।
শিপ্রা হল মোড়
আমরা খেলছি চোর-চোর ।
শিপ্রা, রেডি রেডি রেডি
দাঁড়াও ! এই ছুঁয়ে দি'
এমা ! ধরতে পারনি
তুমিও তো বুড়ি ছোঁওনি !
No comments:
Post a Comment