Wednesday, September 14, 2016

সহধর্মিণী

তুমি নারী 
শারীরিক সংস্থাপনায়
অঙ্গ প্রতঙ্গ সজ্জায়
হরমোন সংশ্লেষণে
তুমি বি-ধর্মী ।

তোমার মনের আলো
দ্বি-ধর্মী ।
তরঙ্গধর্মী
আর কণা ধর্মী ।

তুমি ছিলে সহপাঠিনী
সহযাত্রিণী
সহগামিনী
সহচারিণী
সহকারিণী

এখন এইসব মিলেমিশে
তুমি  হলে অর্ধাঙ্গিনী
সহমর্মিনী
এবং সহধর্মিণী !

No comments:

Post a Comment