সাধু সন্ন্যাসী
আজকাল অনেক সাধু সন্ন্যাসী দেখা যায়
যারা পরিবার পরিজন ত্যাগ করে
বা সে পথে না হেঁটে
সুরম্য অট্টালিকায় সুখে ভোগে থাকেন ।
অর্থসংগ্রহে আশ্রম তৈরি করেন ।
সনাতনি ধর্মের চতুরাশ্রমের
শেষ দুই বা তিন অাশ্রম
মানেন না ।
তাদের কি সাধু সন্ন্যাসী বলে
মহারাজ বলে
মানা যায় ?
No comments:
Post a Comment