Saturday, October 1, 2016

ভালোবাসা ( সাত )

পৃথিবীর  আকাশ
আমি  দেখেছি।
তোমার মনের  আকাশ
এত  বড়   যে
বিশাল   নক্ষত্রজগৎ  পেরিয়ে
নীহারিকা   ডিঙ্গিয়ে
তা   ছাড়িয়ে ছাপিয়ে
ছড়িয়ে  পড়ে।

আমার ভালোবাসার
কোন অংশ হয় না।
ওটা  পুরোপুরিই  নিটোল
মুক্তো
মধুছন্দময়।
কখনো বেদনার!

No comments:

Post a Comment