মোরে দীক্ষিত কর গো জীবনের নব মন্ত্রে
আমার হৃদয় মুদ্রিত করো তোমার হৃদয় যন্ত্রে !
জীবনেতে আজ ব্যাকুল সুরে প্রেমের বাঁশরি বাজে
দেহ খানি আজ সেজেছে কেমন প্রাক যৌবন সাজে !
তুমিও সেজেছ অপরূপ রূপে ধরা পড়ে গেছ ঠিক
ফ্রক ছেড়ে যেই শাড়িতে ঢেকেছ অঙ্গের অাঙ্গিক !
বব করা চুল বেণির বাঁধনে চঞ্চল চোখ-তারা
তারি তরে আমি গোপন আলোর অভিসারে হনু হারা !
দেবে নাকো বাঁধা চলে যাবে তুমি ছুঁয়ে ছুঁয়ে শুধু মন ?
আসবে না কাছে চোখে চোখ রেখে বৃথা মোর আবাহন ? না এলে না এলে কোন ক্ষতি নেই ডাকলে না যদি এসো
দূরেদূরে থেকো তবু তবু মোরে ভালোকরে ভালোবেসো !
আমার হৃদয় মুদ্রিত করো তোমার হৃদয় যন্ত্রে !
জীবনেতে আজ ব্যাকুল সুরে প্রেমের বাঁশরি বাজে
দেহ খানি আজ সেজেছে কেমন প্রাক যৌবন সাজে !
তুমিও সেজেছ অপরূপ রূপে ধরা পড়ে গেছ ঠিক
ফ্রক ছেড়ে যেই শাড়িতে ঢেকেছ অঙ্গের অাঙ্গিক !
বব করা চুল বেণির বাঁধনে চঞ্চল চোখ-তারা
তারি তরে আমি গোপন আলোর অভিসারে হনু হারা !
দেবে নাকো বাঁধা চলে যাবে তুমি ছুঁয়ে ছুঁয়ে শুধু মন ?
আসবে না কাছে চোখে চোখ রেখে বৃথা মোর আবাহন ? না এলে না এলে কোন ক্ষতি নেই ডাকলে না যদি এসো
দূরেদূরে থেকো তবু তবু মোরে ভালোকরে ভালোবেসো !
No comments:
Post a Comment