Thursday, September 29, 2016

পুনর্জন্ম

পুনর্জন্ম 


পুনর্জন্ম বললেই
পুনর্জন্ম  হয় না !

পুনর্জন্ম হতে পারে
কেবল  কল্পের আদিতে !

অন্যসময়ে
পৃথিবীতে এমনিজন্মের লোক
জন্মাতে পারে।

কিন্তু একসঙ্গে পৃথিবীতে
ব্রহ্মার  ক্লীবলিঙ্গে
ঈশ্বরের  এত পুনর্জন্মের  লোক জন্মালে
তাদের পায়ের দাপাদাপিতে
পৃথিবী   তার ভরকেন্দ্রের  ভারসাম্য হারাবে !

পৃথিবীর টালমাটাল অবস্থা হবে !

তাই   পুনর্জন্ম হয়
শুধু   কল্পের শুরুতে
সৃষ্টিক্রিয়ার প্রারম্ভে
যখন পৃথিবী 
জীবশূন্য
মানব শূন্য
থাকে !

No comments:

Post a Comment