শুধু প্রেম দিয়ে যদি জয় করা যেত বিশ্ব
তাহলে আজো আমি রইতাম নাকো নিঃস্ব ।
বাঁশের বাঁশি যদি হৃদয়ে জাগাতো সাড়া
তবে তো তারে কুড়াতাম আমি আমার কণ্ঠ ছাড়া !
ফুলের চয়নে ছায়া ঘেরা বনে সারাদিন ঘুরে ফিরে
যদি আমি ছেয়ে দিতাম তার সাজানো তনুটিরে
তবে কি ওর রূপটি আমায় অমন করে দিত সাড়া ?
ফুলের সুবাস কি হবে ওর প্রাণের সুবাস ছাড়া ?
দোয়েল ডাকে গাছে গাছে চম্পা ফোটে বনে
তাইতে ভরা আমার মন খুশির প্লাবনে ?
সত্যি সত্যি সবই ভালো থাকলে কাছে শুধু
সইতে নারি হৃদয় থেকে ওর ঐ অভাবটুকু !
তাহলে আজো আমি রইতাম নাকো নিঃস্ব ।
বাঁশের বাঁশি যদি হৃদয়ে জাগাতো সাড়া
তবে তো তারে কুড়াতাম আমি আমার কণ্ঠ ছাড়া !
ফুলের চয়নে ছায়া ঘেরা বনে সারাদিন ঘুরে ফিরে
যদি আমি ছেয়ে দিতাম তার সাজানো তনুটিরে
তবে কি ওর রূপটি আমায় অমন করে দিত সাড়া ?
ফুলের সুবাস কি হবে ওর প্রাণের সুবাস ছাড়া ?
দোয়েল ডাকে গাছে গাছে চম্পা ফোটে বনে
তাইতে ভরা আমার মন খুশির প্লাবনে ?
সত্যি সত্যি সবই ভালো থাকলে কাছে শুধু
সইতে নারি হৃদয় থেকে ওর ঐ অভাবটুকু !
No comments:
Post a Comment