Saturday, September 3, 2016

অভিযোজন

তুমি আগে
সাধারণ মেয়ে ছিলে ।

সহজ  সহজিয়া  নিরাভিমানিনী ।

মুগ্ধ-মুখর স্নিগ্ধ চোখ
অনুচ্চ উচ্চারণে ধীরতা
সুস্পষ্ট মনের উপলব্ধি  ।
রসসিক্ত উদ্.ভ্রান্তে
রাগসিক্ত শব্দভাণ্ডারে
ইচ্ছেপাখিদের নিয়ে জটলায়
ভবিষ্যতের তীব্র আটপৌরে বুনট ।

তোমার সোনালি স্বপ্নগুলো
প্যাঁটরা বন্দি করে
ভীষণ উদ্বিগ্ন থাকতে ভালোবাসতে....

আমাকে নিয়ে ছিল তোমার
অন্তহীন অন্তরতম দুশ্চিন্তা !

ঘিয়ের লুচি বেলার আগে
ময়ান দেওয়া
নুন চিনি ছিটিয়ে
জল ঢেলে
ময়দা মাখা
দুহাতে লেচি কাটা

গাওয়া ঘিয়ের সুঘ্রাণে মাতোয়ারা....

লুচি বেগুনভাজা চিনির সহযোগে
আমার আত্মার শান্তি ।

আমাকে পরিযায়ী পাখিদের
পথ থেকে
ভুলক্রমে
দিগ্.পরিবর্তন করিয়ে
তোমার ঘরে ফেরার
আকর্ষণ জুগিয়েছিলে ।

গায়ের এবং মনের রঙের
উষ্ণতায়
আমাকে পাশে বসতে দিতে
তোমার কুণ্ঠা ছিলো না ।

তোমার আলুলায়িত কুঞ্চিত কেশ
গহন বনের গা-ছমছম ।
শ্বাস হ্রস্বতর হলে
হিরামন হরমোনের গন্ধে
আমার সম্বিত ফিরে আসতো ।

এখন দেখছি
আগের সরলতা ছেড়ে
তুমি অনেক বেশি বেশি
জটিল হচ্ছ ।

নারীর মনের ধর্ম বোধহয়
এটাই ।
সহজ সরল সাধারণ বাতাবরণ
ছেড়ে
সহজাত স্বাভাবিক ক্রমবিকাশের পথে
ক্রমবিবর্তনের সম্মোহনী উত্থান ।

সরলতা ছেড়ে জটিলতায় ।

জটিলতা
শুধু মনভিত্তিক নয় ।

দেহ
অনুভূতি
বিবেক
বুদ্ধি

সব কিছুই জটিল আবর্তে ।

জটিল থেকে
আরো জটিলতরো !

আমরা আমাদের জীবন যাপন
করছি
আমরা এখনো শরীরে
শক্তি সরবরাহ করতে পারছি ।
এ.টি.পি. অণুগুলো সৃষ্টি হচ্ছে ।
আমরা মানিয়ে নিয়েছি ।

নিয়ত পরিবর্তনশীল জগতে
প্রতি ছন্দে  প্রতি রূপে
আমরা রেখে যাবো
ভবিষ্যতের অজানা আকাঙক্ষা ।

অভিব্যক্তি
পরিব্যক্তি
অভিযোজন ।

আমরা অভিযোজিত প্রাণী ।

অভিযোজনের  রূপ-রেখায়
পুনরায়
পুনর্বার
অভিযোজিত হতে যাচ্ছি !

অভিযোজন
অবসরহীন মনের !

  



No comments:

Post a Comment