Sunday, September 25, 2016

মস্তিষ্ক

আমাদের মস্তিষ্ক বিভিন্ন তথ্য
সংরক্ষণ করে রাখে।
স্মৃতি জাগিয়ে তোলে।
ভাবনা-চিন্তা উদ্ভূত করায়।
উচ্চ আকাঙক্ষার প্রেরণা দেয়।
শারীরিক বোধশক্তিতে
প্রতিক্রিয়া ব্যক্ত করে।
স্নায়ু শারীরবিদ্যায়
চেষ্টিয় স্নায়ু কোষের মাধ্যমে
সংকেত প্রেরিত হয়ে
আমাদের ইচ্ছাগুলো
মূর্ত হয়ে ওঠে।

No comments:

Post a Comment