নাম বেদবতী।
তাঁর জন্মের পরেই যে মায়া কান্না
সেই মায়া কান্নাও
বেদধ্বনি হিসাবে
প্রতিভাত হত!
বেদবতী
বৃহস্পতি পুত্র
ব্রহ্মর্ষি রাজা
কুশধ্বজের কন্যা।
এই কুশধ্বজ আবার
রাজর্ষি জনকের
সহোদর ভাই।
তপস্যা করার সময়
বেদবতী
রাক্ষসরাজ রাবণ কর্তৃক
নির্মমভাবে নিগৃহীতা
ও বলপূর্বক ধর্ষিতা হন।
রক্তাপ্লুত অবস্থায়
বেদবতী
রাবণের কাছ থেকে
ছাড়া পান
ও প্রাণে বেঁচে যান!
সেই অভিমানে ক্ষোভে এবং লজ্জায়
বেদবতী
অগ্নিতে
দেহ বিসর্জন দেন।
জন্মান্তরে
এই বেদবতীই
সীতাদেবীরূপে
প্রকটিতা হন
এবং রাবণ বধের
কারণ হয়ে
দাঁড়ান।
ঘটনাক্রমে সীতাদেবীকেও
অগ্নিপরীক্ষা দিতে হয়
তবে তিনি সে যাত্রায়
প্রাণে বেঁচে যান!
তাঁর জন্মের পরেই যে মায়া কান্না
সেই মায়া কান্নাও
বেদধ্বনি হিসাবে
প্রতিভাত হত!
বেদবতী
বৃহস্পতি পুত্র
ব্রহ্মর্ষি রাজা
কুশধ্বজের কন্যা।
এই কুশধ্বজ আবার
রাজর্ষি জনকের
সহোদর ভাই।
তপস্যা করার সময়
বেদবতী
রাক্ষসরাজ রাবণ কর্তৃক
নির্মমভাবে নিগৃহীতা
ও বলপূর্বক ধর্ষিতা হন।
রক্তাপ্লুত অবস্থায়
বেদবতী
রাবণের কাছ থেকে
ছাড়া পান
ও প্রাণে বেঁচে যান!
সেই অভিমানে ক্ষোভে এবং লজ্জায়
বেদবতী
অগ্নিতে
দেহ বিসর্জন দেন।
জন্মান্তরে
এই বেদবতীই
সীতাদেবীরূপে
প্রকটিতা হন
এবং রাবণ বধের
কারণ হয়ে
দাঁড়ান।
ঘটনাক্রমে সীতাদেবীকেও
অগ্নিপরীক্ষা দিতে হয়
তবে তিনি সে যাত্রায়
প্রাণে বেঁচে যান!
No comments:
Post a Comment