ছায়াশীতল গ্রামগুলি দেখা যায় দূরে
চলিয়াছি একা আমি ভবঘুরে।
পিঠে বোঝা মোর
হাতেতে রয়েছে
বাঁশের একটি বাঁশি
শুনিছে তাহার
সুরের বাহার
ছোটরা পথেতে আসি।
মোরে দেখে তারা
কৌতুকে ভরা
স্নিগ্ধ নয়ানে চায়
গেরুয়া বসনে
আমি আনমনে
আপনার পথে ধাই।
পথের দুধারে
ফুল কুঁড়ি ধরে
বাতাসে আত্মহারা
আমার হরষে
সুরের পরশে
বিকসিত হবে তারা।
কভু চেয়ে দেখি
চিতা পোড়ে দূরে
কেবা সংসারী কেবা ভবঘুরে
পরম যতনে প্রেমালিঙ্গনে
অগ্নিবরণ করে।
মোদের জীবন
প্রাণস্পন্দন
মূলেতে আলোর কণা
জীবনের শেষে
জ্বলে নিঃশেষে
শোধ করে দেবে দেনা।
যদি কোন দিন
স্তব্ধ দুপুরে
ভরে ওঠে মন তব
কোনো অজানা সুরে
আমারে যদি পড়ে মনে
কথা কয়ো মনে মনে।
চলিয়াছি একা আমি ভবঘুরে।
পিঠে বোঝা মোর
হাতেতে রয়েছে
বাঁশের একটি বাঁশি
শুনিছে তাহার
সুরের বাহার
ছোটরা পথেতে আসি।
মোরে দেখে তারা
কৌতুকে ভরা
স্নিগ্ধ নয়ানে চায়
গেরুয়া বসনে
আমি আনমনে
আপনার পথে ধাই।
পথের দুধারে
ফুল কুঁড়ি ধরে
বাতাসে আত্মহারা
আমার হরষে
সুরের পরশে
বিকসিত হবে তারা।
কভু চেয়ে দেখি
চিতা পোড়ে দূরে
কেবা সংসারী কেবা ভবঘুরে
পরম যতনে প্রেমালিঙ্গনে
অগ্নিবরণ করে।
মোদের জীবন
প্রাণস্পন্দন
মূলেতে আলোর কণা
জীবনের শেষে
জ্বলে নিঃশেষে
শোধ করে দেবে দেনা।
যদি কোন দিন
স্তব্ধ দুপুরে
ভরে ওঠে মন তব
কোনো অজানা সুরে
আমারে যদি পড়ে মনে
কথা কয়ো মনে মনে।
No comments:
Post a Comment